ক্যালোরি কমাচ্ছে ফাস্ট ফুড ও কোমল পানীয়গুলো
অতিরিক্ত ক্যালরিসমৃদ্ধ উপাদান ছেড়ে এবার স্বাস্থ্য সচেতনতার দিকে ঝুঁকছে বিভিন্ন খাদ্য ও পানীয় নির্মাতা প্রতিষ্ঠান। সম্প্রতি ঠাণ্ডা পানীয়, চিপস, রেডি টু কুক নুডল্সের মতো পছন্দের খাবারেই মজেছে নতুন প্রজন্ম। কিন্তু এসব খাবার স্বাস্থ্যের জন্য ভালো নয় বলে জানিয়েছে এই সময়। কিন্তু এর বিপদের দিকটা বারবার মনে করিয়ে দেন চিকিত্সকরা। অতিরিক্ত ক্যালরি থাকায় এই সব খারার শরীরের যথেষ্ট ক্ষতি করে। সেই বিষয়ে চিন্তা করেই এবার এই ধরনের খাদ্য ও পানীয় থেকে অতিরিক্ত ক্যালরি ছেঁটে ফেলতে উদ্যোগী হয়েছেন...
Posted Under : Health News
Viewed#: 33
আরও দেখুন.

